ইসলাম টাইমস ডেস্ক: জার্মানিতে একটি মসজিদে পবিত্র কুরআনের অবমাননা করা হয়েছে। গত শনিবার জার্মানির ব্রেমিন শহরের রহমান মসজিদে এ ঘটনা ঘটে। আরব নিউজ।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন মসজিদ সংস্থার সূত্রে বলা হয়েছে, গত শনিবার এক বা একাধিক লোক রহমান মসজিদে প্রায় ৩০ কপি পবিত্র কুরাআনের পাতা ছিড়ে ফেলে। এবং কিছু পাতা তারা টয়লেটেও নিক্ষেপ করে।
জার্মানির একজন মুসলিম নেতা আমিন মেজাইক বলেছেন, জার্মানে মুসলমান ও মসজিদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার জন্যে এহেন কাণ্ড ঘটানো হয়েছে।
জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে ধর্মচর্চার বিরদ্ধে এক কঠিন আঘাত, যা এ দেশে কখনো সহ্য করা হবে না।
