ইসলাম টাইমস ডেস্ক: কারিগরি কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) আওতাভুক্ত এলাকায় আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে আগামীকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে পিজিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, পিজিসিএল সংযোগ লাইনের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ এলাকায় বাল্ব স্টেশনে ৩০ ইঞ্চি ব্যাসের টাই-ইনসহ কারিগরি কাজের জন্য ২৪ ঘণ্টা গ্যাসের সংযোগ বন্ধ থাকবে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পিজিসিএলের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী তোফায়েল আহমেদ। একই সঙ্গে ২৪ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য পিজিসিএলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন।
