পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানকে গ্রেফতারের গুঞ্জন

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমেলার প্রধান মাওলানা ফজলুর রহমান গ্রেফতার হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে।

সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশটির শীর্ষ নেতাদের গ্রেফতারের পর রাজনৈতিক মহলে এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, চলতি সপ্তাহের শুরু থেকে পাকিস্তানে বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় চলছে। এর মধ্যে মাওলানা ফজলুর রহমানকেও গ্রেফতার করা হবে বলে পরিকল্পনা করছে দেশটির সরকার।

পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে দাবি করেন, বিভিন্ন দুর্নীতির অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে তদন্ত করা হবে। কয়েকটি গুরুতর অবিযোগের ভিত্তিতে তিনি গ্রেফতারও হতে পারেন বলে জানান হারুনুর রশিদ।

এদিকে ডন পৃথক এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের ধর্মনিরপেক্ষ দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা নেতা আলতাফ হুসেনকে লন্ডনে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। অতীতে বহুবার বিদ্বেষবাক্য ছড়ানোর অভিযোগে চলমান মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র: ডন নিউজ, ডেইলি জং, বিবিসি উর্দু।

পূর্ববর্তি সংবাদজামায়াতকে দিয়েই বিএনপির চূড়ান্ত কবর রচনা হবে: নানক
পরবর্তি সংবাদট্রাম্প নিজেই গোপন চুক্তি ফাঁস করে দিলেন