হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি সৌদি আরবের

ইসলাম টাইমস ডেস্ক: সামরিক আবা বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র হামলায় ২৬ জন আহত হওয়ার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। সৌদি সরকারের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এ তথ্য জানান।

প্রতিরক্ষামমন্ত্রী বলেন, হুতি বিদ্রোহীদের বিদ্রোহ দমন করতে সৌদি সরকার যথাযথ ব্যবস্থা নিবে।

এদিকে খালিদ বিন সালমান হুতি বিদ্রোহীদের আক্রমণের নিন্দা জানিয়ে টুইট করেন এবং সৌদির সাধারণ নাগরিকদের নির্ভয়ে থাকার আহ্বান জানান।

জানা যায়, গতকাল বুধবার এক জরুরী বৈঠকে পাল্টাক্রমণের কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে পরপর কয়েকদিন হুতি বিদ্রোহীদের করা হামলায় সৌদি আরবের অনেক বেসামরিক নাগরিক আহত ও নিহত হয়। সর্বশেষ আবা বিমানবন্দরে মিসাইল আক্রমণে নারী-শিশুসহ ২৬ জন গুরুতর আহত হয়। সূত্র: আরব নিউজ

পূর্ববর্তি সংবাদপ্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর বললেন আমীর খসরু
পরবর্তি সংবাদবাংলাদেশী ছবি ব্যবহার করে ভারতে মুসলিম বিরোধী মিথ্যে প্রচারণা