ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষা জীবনে রামিম টানা ১৪ বছরে কোনো ক্লাস কামাই দেননি কে এম রাইদ ইসলাম রামিম। প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এক দিনও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিতি নেই তার।
আর এ জন্য ঝালকাঠির নলছিটিতে সংবর্ধনা দেয়া হয়েছে ‘ক্লাস প্রেমিক’ এম রাইদ ইসলাম রামিমকে। বুধবার দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম তাকে সংবর্ধনা দেন।
রামিম ঝালকাঠির নলছিটি শহরের ব্যবসায়ী কে এম মোস্তাক খানের ছেলে। তাঁর মা গৃহিণী নাজমা আক্তার। রামিম ঢাকার রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
ক্লাসে শতভাগ উপস্থিতির কারণে বিদ্যালয় থেকে সে একাধিক পুরস্কার ও সনদপত্র পেয়েছেন। তাকে শিক্ষার্থীদের ‘অনুকরণীয় আদর্শ’ হিসেবে উল্লেখ করেছেন তার শিক্ষকরা।
রামিম বলেন, ‘আমি যখন বুঝতে পারলাম শ্রেণিকক্ষে উপস্থিতিই ভালো ফলাফলের একমাত্র মাধ্যম, তখন থেকেই প্রতিজ্ঞা করেছি, যত দিন পড়ালেখা করব এক দিনও ক্লাস বন্ধ দেব না। ক্লাসে ঠিকমতো পড়ালেখা করলে প্রাইভেট পড়তেও হয় না। প্রতিদিন ক্লাসে আসার কারণে শিক্ষকরাও আমাকে ভালোবাসেন। আমাকে দৃষ্টান্ত দেখিয়ে অনেক সহপাঠীকে বিদ্যালয়ে নিয়মিত আসার জন্য বলেন। আমি ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের জন্য বুয়েটে লেখাপড়া করতে চাই। আমি যত দিন শিক্ষার্থী থকব, তত দিনই সব ক্লাসে উপস্থিত থাকব।’
