ইসলাম টাইমস ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলের সন্ত্রাসীমূলক বিমান হামলার কড়া জবাব দিয়েছে হামাস।গাজা উপত্যকা থেকে বৃহস্পতিবার ইসরাইলের সীমান্তবর্তী শহর ডারোটে রকেট হামলার মাধ্যমে এ জবাব দেওয়া হয়।খবর এএফপি’র।
ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, গাজার দক্ষিণাঞ্চলে হামাসের একটি ঘাঁটির বিভিন্ন বাঙ্কারে ইসরাইল বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই এ জবাবি হামলার ঘটনা ঘটলো।
এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ডারোট শহর লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে এ রকেট হামলা চালানো হয়। এ হামলায় কেউ হতাহত হয়নি বলে ইসরাইলি পুলিশ নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে, শক্তিশালী রকেটের আঘাতে ভবনটির অনেক ক্ষতি হয়েছে। সূত্র : বাসস।
