খেলার সঙ্গীকে বাঁচাতে গিয়ে ফেনী নদীতে ডুবে সহোদরসহ তিন শিশুর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: খেলার সঙ্গীকে বাঁচাতে গিয়ে একে একে সহোদরসহ তিনটি শিশু ফেনী নদীতে ডুবে মারা গেছে।৬ ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড়ের সীমান্তবর্তী ফটিকছড়িতে বাগান বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, চারটি শিশু নানাবাড়ি সংলগ্ন ফেনী নদীতে গোসল করতে নামে। এ সময় গভীর পানিতে এক শিশু তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারে এগিয়ে এসে একে একে সহোদরসহ তিন শিশু ডুবে যায়। চতুর্থ শিশুটি বাড়িতে সংবাদ দিলে স্বজনরা উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের সঙ্গে রামগড় যুব রেড ক্রিসেন্ট ও এলাকার কয়েকশ মানুষ তিন ঘণ্টার যৌথ উদ্ধার কার্যক্রমে শিশুদের উদ্ধার করতে না পেরে চট্রগ্রাম থেকে ডুবুরিদল এসে সন্ধ্যা ৬টার সময় একে একে তিন শিশুর লাশ উদ্ধার করে।

 

পূর্ববর্তি সংবাদগ্রামের মানুষকে শহরের সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ সরকারের
পরবর্তি সংবাদউচ্চাভিলাষী এই বাজেটে গণমানুষের কোনো আগ্রহ নেই: বিএনপি