ছাত্রলীগ নেতার বাড়ি থেকে উদ্ধার হলো অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম

ইসলাম টাইমস ডেস্ক: যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হুসাইনের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, ম্যাগাজিন, গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সার্কেল এসপিসহ আমরা রাত ১টার দিকে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হুসাইনের বাড়িতে অভিযান চালিয়েছি। এ সময় তার বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জম, ১২টি ম্যাগজিন, পিস্তলের তিন রাউন্ড গুলি, ৮টি দেশিয় অস্ত্র, হাতুড়ি ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছি।

তবে অভিযুক্ত আকুল হুসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত জাতীয় নির্বাচনের পর থেকে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের অনুসারীরা রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। রাজনৈতিক চাপের কারণে গত ছয় মাস ধরে এলাকা ছাড়া তারা। ওই বাড়িতে কেউ থাকেন না। হয়রানি করতেই এই ঘটনা প্রতিপক্ষের সাজানো।

পূর্ববর্তি সংবাদহংকং-এ বিতর্কিত বিলের প্রতিবাদে চলা সহিংসতাকে ‘দাঙ্গা’ বলছে বেইজিং
পরবর্তি সংবাদজাতিসংঘে ইসরায়েলকে ভারতের সমর্থন, মোদিকে নেতানিয়াহুর ধন্যবাদ