নিজেকে নির্দোষ দাবি করল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সেই কুখ্যাত সন্ত্রাসী 

ইসলাম টাইমস ডেস্ক: নিজেকে নির্দোষ দাবি করেছেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সেই কুখ্যাত সন্ত্রাসী  ব্রেনটন টারান্ট। তার বিরুদ্ধে আদালতে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি অভিযোগসহ মোট ৯২টি অভিযোগ আনা হয়েছে। কিন্তু সব অভিযোগ অস্বীকার করেছেন ট্যারেন্ট।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। পুরো হামলার ঘটনা তিনি ফেসবুকে লাইভ করেন। ভিডিও ফুটেজে দেখা যায় সে দুটি মসজিদে নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে।

ক্রাইস্টচার্চ কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাইকোর্টে হাজিরা দেন তিনি। এ সময় তাঁকে চুপ করে বসে থাকতে দেখা যায়। ব্রেনটন টারান্টের পক্ষে তাঁর আইনজীবী আদালতকে বক্তব্য পড়ে শোনান। তিনি আদালতকে বলেন, ব্রেনটন টারান্ট নিজেকে নিরপরাধ দাবি করছেন।

ট্যারেন্টের আইনজীবী যখন নির্দোষ দাবী করে তার মক্কেলের দেয়া বিবৃতি পড়ে শোনান, আদালত কক্ষে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ডুকরে কেঁদে ওঠেন।

বিচারক জানিয়েছেন, আগামী বছরের ৪ মে পর্যন্ত মামলার কার্যক্রম চলবে এবং ১৬ আগস্ট পরবর্তী শুনানির আগ পর্যন্ত কারাগারে ট্যারেন্টের রিমান্ড চলবে।

পূর্ববর্তি সংবাদঅসংলগ্ন অবস্থায় সরকারি বাংলো থেকে কবি রবীন্দ্র গোপকে আটক করে পুলিশ
পরবর্তি সংবাদকাতারে ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে ১৪০০ নেপালি শ্রমিকের মৃত্যু