বি চৌধুরী বললেন বাজেট ইতিবাচক

ইসলাম টাইমস ডেস্ক: প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক আখ্যা দিলেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, ‘সাধারণভাবে বাজেট ইতিবাচক।’

আজ শুক্রবার বিকালে বাড্ডার দলীয় কার্যালয়ে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের যৌথ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলায় ট্যাক্স সেন্টার করার প্রস্তাবের জন্য সরকারকে ধন্যবাদ জানান বি. চৌধুরী। তিনি বলেন, ‘এটা সরকারের একটি ভালো উদ্যোগ। ক্যান্সারের ওষুধের দাম কমানোর প্রস্তাবের জন্যও সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতি আরও জানান, বাজেটের বিস্তারিত নিয়ে যুক্তফ্রন্টের উদ্যোগে অচিরেই একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে।
সভায় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমশের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, নাজিমউদ্দিন আল আজাদ, ডা. রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

পূর্ববর্তি সংবাদ‘প্রগতিশীল’ দেশ সুইজারল্যান্ডেও নেই নারীদের জন্য মজুরি সমতা
পরবর্তি সংবাদভৈরবে ট্রেন যাত্রীর মাথা ফাটানোর দায়ে দুজন হিজড়া গ্রেফতার