এ বাজেট হতাশাজনক ও চটকদার: ড. কামাল হোসেন

ইসলাম টাইমস ডেস্ক: প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে হতাশাজনক ও চটকদার বলে দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ড. কামাল বলেন, এ বাজেটে জনগণের স্বার্থকে বিভিন্নভাবে উপেক্ষা করা হয়েছে। তাই গণফোরাম এ বাজেট প্রত্যাখ্যান করছে।

তিনি বলেন, দেশের মালিক হিসেবে জনগনকে ভূমিকা পালন করতে হলে দেশের আয়-ব্যয় কীভাবে চলছে, তা জনগণকে জানাতে হবে।

লিখিত বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, বিগত বছরগুলোয় সামষ্টিক অর্থনীতির নীতির ফলে সার্বিক অর্থনীতিতে সৃষ্ট বিপদ ও ঝুঁকি সম্পর্কে এবারের বাজেটে অজ্ঞতা প্রকাশ পেয়েছে। এ বাজেটের ফলে অর্থনৈতিক অব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, সরকার একে ‘স্মার্ট’ বাজেট বললেও গণফোরাম এটিকে ‘চটকদার’ বাজেট বলে মনে করে। অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যা মোকাবেলায় কোনো উদ্যোগ নেই এতে।

‘জনগণের স্বার্থকে উপেক্ষা করে শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠী ও রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তির স্বার্থ হাসিলের বাজেট এটি। এই বাজেট একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত, যেখানে দেশের প্রকৃত সমস্যা মোকাবেলার কোনো চেষ্টা নেই।’

বর্তমানে দেশকে যারা লুটেপুটে খাচ্ছে এবং যারা অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে, বাজেটটি তাদের সুবিধার জন্যই তৈরি করা হয়েছে, বললেন ড. রেজা কিবরিয়া।

পূর্ববর্তি সংবাদপ্রাণ বাঁচাতে বিএসএফ শুধু প্রতিহত করে : বিএসএফ প্রধান
পরবর্তি সংবাদআগামী তিন দিনে তাপমাত্রা কমবে, বাড়বে বৃষ্টির প্রবণতা: আবহাওয়া অধিদপ্তর