ইসলাম টাইমস ডেস্ক: প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব উল্লেখ করে বাজেট নিয়ে উত্তাপিত সমালোচনার জবাব দিতে নেতাকর্মীদের বাজেটের গভীরে যেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢাকা বিভাগের এক বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, বাজেট ভালোভাবে পড়তে হবে। এর গভীরে যেতে হবে। তাহলেই আপনারা সমালোচনার জবাব দিতে পারবেন। এই বাজেট কতটা জনবান্ধব সেটা জনগণকে বুঝাতে পাররেন।
তিনি আরো বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা বাজেট নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়, সরকারকে বিপাকে ফেলতে চায়। বাজেট তাদের কাছে নতুন ইস্যু। তারা বাজেটের সমালোচনা করছে।
