মেহেরপুরে হাসপাতালে গৃহবধুর লাশ ফেলে পালিয়েছে স্বামী ও শাশুড়ি

প্রতীকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক: মেহেরপুরে হাসপাতালে গৃহবধুর লাশ ফেলে  স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে লাশ ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধু শাহানাজ বিষ পান করে। এর পরপর শাহানাজের স্বামী সোহেলরানা ও শ্বাশুড়ি শাহানাজকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতিালে নিয়ে আসে। জেনারেল হাসপাতালে শাহানাজের বিষ তোলা হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান, নিহত শাহানাজ সম্ভবত ঘাস মারার উচ্চ ক্ষমতাসম্মন্ন কোন বিষ খেয়েছিলো। তার বিষ তোলার পরও তার অবস্থা খুব একটা ভালো ছিল না। তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ডের মরামর্শ দিলেও শাহানাজের স্বামী শুনেননি। এমনকি তার চিকিৎসা নিয়েও খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সময় যত পার হতে থাকে শাহানাজের অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায় শাহানাজের মৃত্যু হয়।

 

পূর্ববর্তি সংবাদভৈরবে ট্রেন যাত্রীর মাথা ফাটানোর দায়ে দুজন হিজড়া গ্রেফতার
পরবর্তি সংবাদএবার ওমান উপসাগরে তেলের ট্যাংকারে হামলা