সোহেল তাজ-এর ভাগ্নে অপহৃত

ইসলাম টাইমস ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ-এর ভাগ্নেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ১৪ জুন শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ভাগ্নের ছবিসহ ফেসবুকে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)কে গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছেI অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবেI ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানিI’

পূর্ববর্তি সংবাদবৃষ্টিতে বিপাকে মানুষ, তারপরও খুশী
পরবর্তি সংবাদসৌদিতে ‘হালাল নাইটক্লাব’ চালু !