‘হালাল নাইট ক্লাব’ বিষয়ে তদন্ত করবে সৌদি সরকার

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের জেদ্দা শহরে ‘হালাল নাইট ক্লাব’ বিষয়ে তদন্ত করবে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় (জিইএ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেদ্দা শহরের ওই ইভেন্টের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের এক টুইটে এ খবর জানানো হয়েছে

সেখানে বলা হয়, সৌদি সরকারি সংস্থা  (জিইএ) এর তথ্য মতে জেদ্দার অনুষ্ঠানটি সম্পূর্ণ বেআইনী এবং অনুমোদহীন। আয়োজকরা আইন লঙ্ঘন করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

জিইএ অন্য একটি অনুষ্ঠানের জন্য অনুমোদন দিয়েছিল কিন্তু আয়োজকরা অনুমোদনের প্রশস্ততার অপব্যবহার করেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় সংস্থাটি।

সৌদি সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হালালের নামে এই নাইট ক্লাব নিঃসন্দেহে এক অরুচিকর মানসিকতার পরিচয়।

 

সূত্র: আরব নিউজ
পূর্ববর্তি সংবাদচীনে ভয়াবহ বন্যায় নিহত ৬১, ক্ষয়ক্ষতি ১৩ হাজার কোটি টাকা
পরবর্তি সংবাদপ্রাণ বাঁচাতে বিএসএফ শুধু প্রতিহত করে : বিএসএফ প্রধান