আপিল বিভাগ জানতে চায়, ডিআইজি মিজান কি দুদকের চাইতেও ক্ষমতাশালী!

ইসলাম টাইমস ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুদকের কাছে জানতে চাইছেন, ডিআইজি মিজান কি দুদকের চাইতে ক্ষমতাশালী যে  দুদক তাকে গ্রেফতার করছে না?

আজ  রবিবার অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন শুনানিকালে আদালত এ জিজ্ঞাসা করেন ।

শুনানিকালে দুদক কৌশলী বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্তে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাই দুদকের উচিত হবে দ্রুত এ তদন্তের সমাধান করা।

উল্লেখ্য, পুলিশ সদর দফতরে সংযুক্ত ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বেশ কিছু অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অনুসন্ধান করছিলেন খন্দকার এনামুল বাছির। সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির। এ বিষয়ে ডিআইজি মিজান দুদক পরিচালক এনামুল বাছিরের সঙ্গে ঘুষ সংক্রান্ত অডিও ফাঁস করেন।

এছাড়া দ্বিতীয় বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে ডিআইজি মিজানের বিরুদ্ধে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে প্রভাব খাটিয়ে গ্রেফতার এবং এক সংবাদ পাঠিকা ও এক নারী রিপোর্টারকে যৌন হয়রানির অভিযোগ আছে তার বিরুদ্ধে। পুলিশের নিয়োগ, বদলিতেও একসময় ভূমিকা রাখতেন তিনি। গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি করে টাকা আদায়ের অভিযোগও আছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

পূর্ববর্তি সংবাদবিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
পরবর্তি সংবাদশাওয়ালের শেষ সপ্তাহে প্রকাশিত হবে দাওরার পরীক্ষার ফলাফল