টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের ভাষ্য, নিহত তিনজন মাদক ব্যবসায়ী ছিলেন।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং-বাহারছড়া সড়কের পাহাড়ি ঢালা নামক এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।

 

র‍্যাবের ভাষ্য, এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন মো. জাহাঙ্গীর ও মো. সোহেল।

ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি, চারটি দেশীয় অস্ত্র (এলজি) ও ২১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

 

পূর্ববর্তি সংবাদবাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিবান্ধব: টিআইবি
পরবর্তি সংবাদঝিনাইদহে ট্রাক উল্টে খাদে, চালক ও হেলপার নিহত