তীব্র দাবদাহে বিহারে একদিনেই ৪৫ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: তীব্র দাবদাহে ভারতের বিহার রাজ্যের আওরঙ্গাবাদ, নাওয়াদা ও গয়া জেলায় একদিনে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছে আওরঙ্গাবাদ জেলায়। গয়ায় মারা গেছেন ১৩ জন।

আওরঙ্গাবাদে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. সুরেন্দ্র প্রাসাদ সিং। তিনি বলেন, অনেক লোকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মৃতদের সবাই উচ্চ-তাপমাত্রাজনিত জ্বরে ভুগছিলেন।

পরিস্থিতি মোকাবিলায় গয়ার বাসিন্দাদের রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক অভিষেক সিং। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, গয়ার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ভাগলপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। তুলনামূলকভাবে পূর্ণিয়ার তাপমাত্রা কম, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র দাবদাহে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মৃতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

গরমের কারণে স্কুল কলেজের ছুটির মেয়াদ বাড়িয়ে ১৯ জুন করা হয়েছে। বেসরকারি স্কুলগুলোকেও গ্রীষ্মকালীন ছুটি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া।

পূর্ববর্তি সংবাদবুলগেরিয়ায় খুলে দেওয়া হল ৬০০ বছরের প্রাচীন মসজিদ
পরবর্তি সংবাদদুর্নীতির অভিযোগে আদালতে হাজির করা হল ওমর আল বাশিরকে