তুমুল বিক্ষোভের মুখে ‘বহি:সমর্পণ আইন’ স্থগিত করেছে হংকং সরকার

ইসলাম টাইমস ডেস্ক: লাখো মানুষের তুমুল বিক্ষোভের মুখে বিতর্কিত একটি ‘বহি:সমর্পণ আইন’ পাস বিষয়ক প্রক্রিয়া স্থগিত করেছে হংকংয়ের সরকার।

ওই আইনে বলা হচ্ছে, প্রত্যাবর্তন চুক্তি না থাকলেও হংকং থেকে যেকোনো আসামিকে চীনসহ যেকোনো দেশে পাঠানো যাবে। এরমধ্যে রয়েছে চীনও। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম এক ঘোষণায় আইনটি পাস করা বিষয়ক কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, বিক্ষোভকারীদের আশঙ্কা, আইনটি পাস হলে হংকংয়ে চীনের প্রভাব বৃদ্ধি পাবে। পূর্বে অব্যাহত প্রতিবাদের মুখে হংকংয়ের সরকার এই আইন পার্লামেন্টে উত্থাপনের তারিখ পিছিয়ে দিলেও বাতিল বা স্থগিত করেনি। সরকারের ভাষ্য ছিল, হংকং যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত না হয়, সেজন্যই এই আইন প্রয়োজন। তবে শনিবার ল্যাম জানান, আমাদের কাজের মধ্যে থাকা ঘাটতি ও অন্যান্য বিষয় বিতর্কের জন্ম দিয়েছে।

আমি এ বিষয়ে গভীরভাবে দুঃখিত ও অনুতপ্ত। তিনি জানান, তার সরকার আপাতত আইনটি সম্পর্কিত সব কার্যক্রম স্থগিত রেখে এ বিষয়ে ফের চিন্তা করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো জানান, আইনটি সম্পর্কে জনগণকে দেয়া ব্যাখ্যা ও যোগাযোগ পর্যাপ্ত ছিল না।

পূর্ববর্তি সংবাদমমতা ব্যানার্জি নমনীয় হলেও রাজ্যের ধর্মঘটী চিকিৎসকরা অনড়
পরবর্তি সংবাদবাজেট জনবান্ধব নয়, দুর্নীতি-বান্ধব হয়েছে: খেলাফত মজলিস