ইসলাম টাইমস ডেস্ক: আদলতে উপস্থিত করা হয়েছে সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে। আর্মি কতৃক ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মত তাকে জনসমক্ষে উপস্থিত করা হয়।
আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।
ভিডিওতে দেখা যায়, তিনি সাদা পাগড়ি পরিহিত অবস্থায় রাজধানীর কোবার কারাগার থেকে বের হয়ে সেনা বাহিনীর বেষ্টনীর মধ্যে একটি কনভয়ে আরোহন করছেন।
উল্লেখ্য, বিগত ১১ এপ্রিল সুদানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ৩০ বছর ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করে গ্রেফতার করা হয়।
#BREAKING: Sudan’s ousted president Bashir appears in public for first time since removal (Al Arabiya video) https://t.co/Naj9C60Zvo pic.twitter.com/EUOOaAG3yI
— Arab News (@arabnews) June 16, 2019
সূত্র: আরব নিউজ
