ইসলাম টাইমস ডেস্ক: নারী নির্যাতনকে জাতীয় উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রবিবার (১৬ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল’-এর স্পেশাল পাবলিক প্রসিকিউটদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বাধা দূর করার জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে। যার অন্যতম পদক্ষেপ ছিল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের আধুনিকায়ন।’
আনিসুল হক বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোয় বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আগে ছিল ৫৪টি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল। এগুলোর পাশাপাশি ২০১৮ সালের এপ্রিল মাসে ২৯টি জেলায় আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করা হয়। সেগুলোতে বিচারকও নিয়োগ দেওয়া হয়েছে।’
