ইসলাম টাইমস ডেস্ক: বলকানে তুরস্কের সহায়তায় প্রায় ৬০০শ বছর আগের অটোমান আমলের একটি মসজিদ সংস্কার শেষে নামাজের জন্যে খুলে দেওয়া হয়েছে। গতকাল শনিবার বুলগেরিয়ার বাসকয় শহরে মসজিদটি খুলে দেওয়া হয়।
তুর্কী ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আলী ইরবাস বলেছেন, অটোমান আমলে ১৩৯৪ সালে বুলগেরিয়ায় শহরে নির্মিত মসজিদ তুর্কি সরকারের সহায়তায় সংস্কার করে খুলে দেওয়া হয়েছে।
আলী ইরবাস বুলগেরিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের সংস্কারমূলক কর্মকাণ্ড দু দেশের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে।
