মাইজভাণ্ডার দরবার ‘জিয়ারত’ করলেন ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাস

ইসলাম টাইমস ডেস্ক: আজ রবিবার (১৬ জুন) বেলা ৩টার দিকে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি মাইজভাণ্ডার দরবার শরীফ পৌঁছেন। সেখানে স্থানীয় এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর বাসায় দুপুরের খাবার খেয়েই মতবিনিময় সভা করেন এবং পরে মাজার শরীফ ‘জিয়ারত’ শেষে চট্টগ্রাম শহরে ফিরেন। এদিন সকালে তিনি রামগড়-সাবরুম সীমান্তে ফেনী নদীর ওপর নির্মিতব্য ব্রিজ পরিদর্শন করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

মতবিনিময় সভায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেছেন, মাইজভাণ্ডার দরবার শরীফের যে একটা রোল আছে; সেটা এখানে এসে আজ ভাল ভাবেই বুঝতে পারলাম। আমরা এমনিতেই দু’দেশের লোক ইতিহাস, ভাষা অনেক ভাবেই জড়িত। কিন্তু মুক্তিযুদ্ধের যে সম্মন্ধ; সেটা অনেক গভীর একটা সম্মন্ধ। সে সম্মন্ধের ভিত্তিতে দু’দেশ অনেক এগিয়েছে। এ সম্মন্ধ রক্ষায় বাংরাদেশের এ এলাকার একটা বিশেষ অবদান রয়েছে।

আজ বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ ‘জিয়ারতে’ পৌঁছে সর্বধর্মীয় এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

রীভা গাঙ্গুলি বলেন, দু’দেশের সম্পর্ক দুই প্রধানমন্ত্রীর নেতৃতে আজ এমন একট পর্যায়ে দাঁড়িয়েছে যে, আমরা এটাকে বলি ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালি অধ্যায় চলছে’। আমি নিশ্চই চেষ্টা করবো- নিজের সময়ে এটাকে আরো দৃঢ় করতে এবং এগিয়ে নিতে। এখানে আমাদের সব লেভেলে রিলেশনশিপ রয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা হয়। আমাদের নেতারাও কথা বলেন। বলতে গেলে- আপনাদের সঙ্গে বন্ধুত্ব খুবই গভীর। যেটা আমরা বলি- মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ভিত্তিতে যে কোন দেশের সম্পর্ক তৈরি; সেটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটাতে আপনারা বড় একটা রোল প্লে করতে পারেন। আমরা মনে হয় সব সময় সেটাই চাইবো আপনাদের কাছ থেকে দু’দেশকে এগিয়ে নিতে।

তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থা একটা বিরাট বড় বিষয়; এটা বাংলাদেশের সঙ্গে আমাদের মধ্যে বড় ধরনের একটা রোল প্লে করে। এরই ভিত্তিতে রামগড়ে ব্রিজ হচ্ছে; একটি রাস্তাও হবে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক রকম প্রজেক্ট ভারত সরকার করছে বাংলাদেশের সঙ্গে। আমাদের টার্মস অব লিমিট আছে আট মিলিয়ন ডলারের; আমাদের অনেক উদ্যোগ আছে, একসঙ্গে আমরা অনেক কিছু করছি এবং আরো অনেক কিছু করার থাকতে পারে।

আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ ব্যানার্জি। ইউপি চেয়ারম্যান এসএম সোলায়মানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, ইউএনও মো. সায়েদুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মুজিবুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ত্বরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, সার্কেল এডিশনাল এসপি আব্দুল্লাহ আল মাসুদ, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের, চেয়ারম্যানদের পক্ষে মুহাম্মদ আব্দুল কাইয়ুম, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ নেতা রতন কান্তি চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদনরওয়েতে প্রকাশ্য সমাবেশে ঘটল কুরআনের অবমাননা!
পরবর্তি সংবাদগাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীতে নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ১