ইসলাম টাইমস ডেস্ক: পদত্যাগ করছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গত সোমবার ধর্ম মন্ত্রণালয় তাকে শোকজ করার পর আজ তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। পদত্যাগে নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করতে পারেন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা।
গতকাল সরকারি ছুটির দিনে আগারগাঁও ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন ভবনে গিয়ে অফিসে বসে তিনি নিজের পদত্যাগপত্র লিখেন বলে জানা যায়। তিনি অফিস থেকে গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র সরিয়ে ফেলছেন- এমন খবর ছড়িয়ে পড়লে সংস্থার শতাধিক কর্মকর্তা-কর্মচারী সেখানে ছুটে যান। তারা ডিজির অফিস ঘেরাও করে রাখেন। পরে ইফার বোর্ড অব গভর্নর্সের সদস্য মিজবাহুর রহমান চৌধুরী, ইফার সচিব কাজী নুরুল ইসলাম ও আইন উপদেষ্টা এ আর মাউদ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ডিজির সাথে কথা বলেন এবং তার পদত্যাগের বিষয়েও আলাপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসায় নেয়ার জন্য আনুমানিক ৪০টি ফাইল ডিজির গাড়িতে ওঠানো হয়েছিল। কিন্তু বাধার মুখে সেগুলো আবার গাড়ি থেকে অফিসের লকারে রাখতে তিনি বাধ্য হন। পরে দ্রুত অফিস ত্যাগ করলে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা তার কক্ষে অতিরিক্ত তালা লাগিয়ে দেন। রাত পর্যন্ত তারা অফিস পাহারা দেন। ডিজির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুই পরিচালকের কক্ষেও তালা দেয়া হয়েছে।
