‘ইমরান খান দাড়ি রাখা পছন্দ না করলেও ধর্মের প্রতি আন্তরিক,’ বললেন মন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এক্সপ্রেস নিউজ

ইসলাম টাইমস ডেস্ক: `পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাড়ি রাখা পছন্দ না করলেও ধর্মের প্রতি আন্তরিক,’ বলেছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। গত শুক্রবার পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ চৌধুরী এ মন্তব্য করেন।

তার মতে, ইমরান খান একজন সৎ মানুষ ও ধর্মপ্রাণ মুসলিম। তিনি কেবল দাড়ি রাখা পছন্দ করেন না।

ইমরান খান সরল জীবনযাপন করেন দাবি করে এই মন্ত্রী বলেন, ইমরান কেমন জীবনযাপন করেন এবং তার বিশ্বাস কী এটা সবাই জানে। তিনি একজন সৎ ও বিশুদ্ধ মানুষ। তার ব্যক্তিজীবন নিয়ে রাজনীতি করাটা ফলপ্রসূ হবে না।

সূত্র: পাকিস্তান টুডে

পূর্ববর্তি সংবাদগাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীতে নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ১
পরবর্তি সংবাদবিমানবন্দরের আশপাশের এলাকায় ৯-৫টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে: তিতাস