ইসলাম টাইমস ডেস্ক: তীব্র প্রতিবাদের মুখে প্রস্তাবিত প্রত্যর্পণ বিলটি স্থগিত করে নিয়েছে হংকং সরকার। ১৯৯৭ সালে ব্রিটেনের কাছ থেকে শহরের দায়িত্ব চীনের কাছে হস্তান্তরের পর প্রস্তাবিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভটিই ছিল হংকং-এ সবচেয়ে বড়৷
শহরটির নেতা ক্যারি লাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার সরকার অনির্দিষ্টকালের জন্য বিলটি পাসের উদ্যোগ স্থগিত করেছে৷
শনিবার বেইজিংপন্থি আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম৷ তিনি বলেন, ‘‘আমাদের আইনশৃংখলার দিকে মনোযোগী হতে হবে৷ আমরা আপাতত বিলটি পাসের উদ্যোগ স্থগিত রেখে এটি নিয়ে আবার চিন্তা করার সিদ্ধান্ত নিয়েছি৷ আইন পরিষদে আবার এটি নিয়ে আলোচনা করা হবে৷”
বিলটি নিয়ে পরবর্তীতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করা হবে৷ তবে এর জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তিনি৷
