ইসলাম টাইমস ডেস্ক: ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় কলম্বিয়া সীমান্তবর্তী জুলিয়া রাজ্যে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৮ যাত্রী নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। খবর এ এফপির।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৬ জুন) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৫৮ জন যাত্রী ছিলেন। এতে ঘটনাস্থলেই ১৪ যাত্রী প্রাণ হারান। পরে আহত ৩৩ জনকে উদ্ধার করে ভিলা ডেল রোজারিওর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটির চাকা ফেটে এ দুর্ঘটনাটি ঘটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বের অন্যতম দুর্ঘটনা প্রবণ সড়কের দেশ এই ভেনেজুয়েলা। লাতিন আমেরিকার এই দেশটিতে ২০১৬ সালে প্রায় ১০ হাজার ছয় শতাধিক লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মূলত যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দেশটির সড়ক ব্যবস্থা বেহাল থাকায় এখানকার বিভিন্ন সড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
