মানহানির দুই মামলায় খালেদার জামিনের ওপর আদেশ আগামীকাল

ইসলাম টাইমস ডেস্ক ডেস্ক: মানহানির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। তবে শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ সোমবার আবেদনের ওপর শুনানি নেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে আদালত আদেশের দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর আদালতে নালিশি মামলা করেন। দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন।

পূর্ববর্তি সংবাদ‘নির্বাচিত সংসদকে যারা অবৈধ বলেন, আদালতের রায়ে তাদের জন্মই অবৈধ’
পরবর্তি সংবাদতীব্র প্রতিবাদের মুখে প্রত্যর্পণ বিল স্থগিত করলো হংকং