পাবজি গেম : অন্যান্য দেশে নিষিদ্ধের পর এবার ইন্দোনেশিয়াতেও সোচ্চার জনগণ

ইসলাম টাইমস ডেস্ক: অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) মানুষের মন ও মননশীলতাকে সহিংসতা ও বিপথে নিয়ে যায়। এ জন্য সচেতন অভিভাবকের দাবির মুখে ভারতসহ কিছু দেশ এ খেলাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে। এছাড়া ইসলাম ধর্মের জন্যও অবমাননাকর বলে এর নিষিদ্ধের দাবি তুলেছে ইন্দোনেশিয়ার সচেতন মুসলিম গোষ্ঠী।

ভারতের গুজরাট, ইরাক এবং নেপালে আনুষ্ঠানিকভাবে এই গেম নিষিদ্ধ ঘোষণার পর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বুধবার ফতোয়া দিয়ে ওই দাবি করা হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

এএফপি বলছে, আচেহ প্রদেশের ওলামা পরিষদ বুধবার স্থানীয় বাসিন্দাদের পাবজি খেলা বন্ধের জন্য আহ্বান করে। এটিকে হারাম ঘোষণা করে ফতোয়া দেন ওলামা নেতারা। স্থানীয় সরকারকে এই গেম নিষিদ্ধের দাবিও জানান তারা।

আচেহ ওলামা পরিষদের  সহ-সভাপতি ফয়সাল আলী বলেন, আমাদের ফতোয়া বলছে- পাবজি এবং এই একই ধরনের খেলাগুলো হারাম। এর কারণে সহিংসতা এবং মানুষের আচরণ পরিবর্তন হতে পারে। পাবজি খেলা ইসলাম ধর্মকে অবমাননা করেছে বলেও অভিযোগ করেন তিনি

পূর্ববর্তি সংবাদজামিয়া ইসলামিয়া ইউনুছিয়া: ইতিহাস যেখানে একত্র করেছে দেশবিখ্যাত আলেমদের
পরবর্তি সংবাদসাংবাদিক নির্যাতনের দায়ে জামালপুরে ছাত্রলীগ নেতা বহিষ্কার