হাইআতুল উলয়ার ফলাফল: মেধা তালিকায় স্থান প্রাপ্তদের রয়েছে বিশেষ বৃত্তি

ইসলাম টাইমস ডেস্ক: দাওরায়ে হাদীসের পরীক্ষায় মেধা তালিকায় স্থান প্রাপ্তদের বৃত্তি প্রদানের মাধ্যমে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন হাইআতুল উলয়ার দায়িত্বশীলগণ।

১ম পুরস্কার ২০ হাজার টাকার বৃত্তি, ২য় পুরস্কার ১৫ হাজার টাকার বৃত্তি, ৩য় পুরস্কার ১১ হাজার টাকার বৃত্তি। এছাড়া মেধা তালিকায় স্থানপ্রাপ্ত অন্যদের ৫ হাজার টাকার বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয় হাইআতুল উলয়ার এক বৈঠকে।

হাইআতুল উলয়ার সদস্য মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

মাওলানা রাজু বলেন, আজ হাইআতুল উলয়ার তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। এবারসহ বিগত দুই পরীক্ষায় যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন তাদের পুরস্কৃত করা হবে।

তিনি আরো জানান, শুরু থেকেই বোর্ডের দায়িত্বশীলদের ইচ্ছে ছিল মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের বৃত্তি প্রদানের। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তা হয়ে ওঠছিল না। তবে দায়িত্বশীলগণ সিদ্ধান্ত নিয়েছেন এবছর থেকেই পুরস্কার প্রদান করা হবে।

 

পূর্ববর্তি সংবাদশ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৬
পরবর্তি সংবাদজাবিতে মিষ্টি খাওয়া নিয়ে ছাত্রলীগের দুগ্রুপে গোলাগুলি, আহত ৩০