প্রিয়া সাহার বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে চলমান রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ: খেলাফত মজলিস

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দেয়া প্রিয়া সাহার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে চলমান রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ।

বাংলাদেশে মুসলিম মৌলবাদী কর্তৃক ‘৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ধর্মালম্বী গুম হওয়ার’ কথা বলে ট্রাম্পের কাছে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট কথা। তিনি এই বক্তব্যের মাধ্যমে শুধূ এদেশের মুসলমানদের ভাবমূর্তি নষ্টেরই চেষ্টা করেন নি, বাংলাদেশের রাষ্ট্রীয় সুনাম ক্ষুন্ন ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালিয়েছেন। তিনি বাংলাদেশে বিরাজমান চমৎকার সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হীন চক্রান্তে লিপ্ত।

বিবৃতিতে নেতৃদ্বয়, দেশ, জাতি ও মুসলমানদের বিরুদ্ধে দেয়া প্রিয়া সাহার বক্তব্যের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার এবং বাংলাদেশ সরকারকে রাষ্ট্র বিরোধী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রিয়া সাহা ও তার সাথে জড়িত সকল নেপথ্য নায়কদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

পূর্ববর্তি সংবাদদলীয় নেতাকর্মীদের প্রতি বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন আল্লামা কাসেমী
পরবর্তি সংবাদঅবিলম্বে প্রিয়া সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: হাসানাত আমিনী