প্রিয়া সাহাকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে, প্রিয় সাহা বাংলাদেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি না,  আমরা বলেছি তাকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার বিরুদ্ধে মামলাও করতে চাই না। আমরা তাকে নিরাপত্তা দিতেও প্রস্তুত।

আজ বুধবার বিকেলে যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের পর যুক্তরাজ্য ও মাল্টা সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রিয় সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এলে তাকে গ্রেপ্তার বা মামলার পরিকল্পনা সরকারের আছে কি না, সেটা মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি তাকে বলেছি, প্রিয় সাহাকে গ্রেপ্তারের পরিকল্পনা আমাদের নেই। আমরা তার বিরুদ্ধে মামলাও করতে চাই না। আমরা তাকে নিরাপত্তা দিতেও প্রস্তুত।’

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রী দেশে ফিরে ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত দেবেন: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদমুমিনের স্বপ্ন : বাইতুল্লাহর ছায়া আর সবুজ গম্বুজের হাতছানি