সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: চলতি হজ্ব মৌসুমে পবিত্র হজ্ব পালনের পর দেশে ফেরার জন্য অপেক্ষমাণ মো. কবির আহমেদ নামে আরও এক বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। রবিবার (২৫ আগস্ট) মক্কা আল মুকাররমায় তিনি ইন্তেকাল করেন।

মো. কবির আহমেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। তার পাসপোর্ট নম্বর বিওয়াই-০৫৭০০৯৮। পবিত্র হজ্ব পালনে গত ২৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৫৭ ফ্লাইটে তিনি সৌদি আরব যান।

এ নিয়ে, ২০১৯ সালে পবিত্র হজ পালনে গিয়ে সৌদি আরবে ১০৬ জন ইন্তেকাল করেন। তাদের মধ্যে ৯০ পুরুষ ও ১৬ নারী রয়েছেন।

চলতি বছর আগস্টের ১০ তারিখে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হয়। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারের মোট ৩৬৫টি ফ্লাইটে ১ লাখ ২৭ হাজার ১শ ৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালন করতে সৌদি আরব যান। ১৭ আগস্ট প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

পূর্ববর্তি সংবাদএবার মেয়র সাঈদ গেলেন বিদেশে, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের ভবিষ্যত কী
পরবর্তি সংবাদমোদিকে সম্মাননা দিয়ে ইতিহাসের নিকৃষ্টতম কাজ করেছে আমিরাত: আল্লামা বাবুনগরী