বাহরুল উলুম মাওলানা নেয়ামতুল্লাহ আযমী : এক নিভৃতচারী জ্ঞানসাধক

ইসলাম টাইমস ডেস্ক: লম্বা ও পাতলা গড়ন, সুন্দর জ্যোতির্ময় চেহারা, সদা বিনয়াবত, সুন্দর আখলাক, সম্ভ্রান্ত বংশের অধিকারী মাওলানা নেয়ামতুল্লাহ আযমী।

১৩৭৩ হি. সনে দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হন। তারপর ফুনুনাত বিভাগে ভর্তি হয়ে বিভিন্ন ফন নিয়ে নিজের ইলমী পিপাসা নিবারণ করেন।

তার দিন রাতের প্রধান ব্যস্ততা কিতাব অধ্যয়ন করা। বিভিন্ন বিষয়ে রয়েছে তার অসাধারণ পান্ডিত্য। হাদীস শাস্ত্র তার বিশেষ আগ্রহের বিষয়। আসমায়ে রিজালের উপর রয়েছে তার সূক্ষ্ম দৃষ্টি।

সদালাপী ও নম্র স্বভাবের অধিকারী হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ের ইলম তার যেহেনে সদা উপস্থিত থাকায় ছাত্রদের মাঝে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা।

১৩৭৫ হি. থেকে তিনি আসাম, গুজরাট, কোয়াগঞ্জ, বেনারসের বিভিন্ন মাদরাসায় তিনি তাদরীসের খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন।

১৪০২ মোতাবেক ১৯৮২সন থেকে দারুল উলুম দেওবন্দের  উচ্চতর বিভাগসমূহের উস্তায হিসাবে নিয়োগ হন। তখন থেকে মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, বায়যাবী শরীফসহ বিভিন্ন ধর্মের তুলনামূলক অধ্যয়ন বিষয়ে তিনি ছাত্রদের দরস দিয়ে আসছেন।

আল্লাহ তাআলা তাকে সিহহাত ও আফিয়াতের সাথে দীর্ঘ হায়াত দান করুন।

সূত্র: জরবে দেওবন্দ  অনুবাদ: জুনাইদ

পূর্ববর্তি সংবাদ৮৬ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন শোভন-রব্বানী
পরবর্তি সংবাদখাগড়াছড়িতে টয়লেটের স্লাব ভেঙ্গে ট্যাঙ্কিতে স্কুলছাত্র, বিষাক্ত গ্যাসে মৃত্যু