এবার কুষ্টিয়ায় ইবি ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক : এবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার সাথে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।  ভাইরাল হওয়া দীর্ঘ সময়ের এক অডিও  কথোপকথনে উঠেছে এসেছে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শোভন ও রাব্বানীর সম্পৃক্ততাও। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।

জানা যায়, ইসালামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের একটি অডিও ভাইরাল হয় কিছুদিন আগে। সেই রেশ না কাটতেই আবারও ফাঁস হল আরেকটি অডিও।

এদিকে নিয়োগ বাণিজ্য কিংবা কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে নেতা বানানোর অডিও নিছক ষড়যন্ত্র দাবি করে রাকিব বলেন, তার নামে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, বিষয়টির সতত্যা মিললে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদহিন্দিকে রাষ্ট্রভাষা করার দাবি তোললেন অমিত শাহ
পরবর্তি সংবাদকাশ্মীরি মেয়ের ডায়েরি: “মারও খাবে, আবার ‘আহ’ও করতে পারবে না”