ইসলাম টাইমস-এর ব্যাপক প্রচার ও সফলতা কামনা করি

হুমায়ুন আইয়ুব ।।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলাম ও মুসলমানের প্রতিনিধিত্বের প্রশ্নে ইসলামি ধারার সংবাদমাধ্যমের প্রয়োজন অনেক। সাম্প্রতিক সময়ে অনলাইন কেন্দ্রিক বেশ কিছু পোর্টাল দাঁড়িয়েছে। সমাজের বাস্তব যে প্রয়োজনীয়তা তা পূরণে ইসলামি ধারার যে কয়েকটি মিডিয়া আছে সেগুলো যথেষ্ট নয়। সীমিত আয়োজনের মধ্যে হলেও যতটুকু পারা যায় মানসম্মত করে আরও বেশি ইসলামি ঘরানার সংবাদমাধ্যম গড়ে তোলা প্রয়োজন।

আওয়ার ইসলামের শুরুর দিকে মানুষের যে সাড়া, সহযোগিতা ও ভালবাসা পেয়েছি তাতে এই বাস্তবতা গভীরভাবে উপলব্ধি হয়েছে। প্রতিদ্বন্দ্বিতার মনোভাব বাদ দিয়ে পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার ভিত্তিতে ইসলামি পোর্টালগুলো কাজ করতে পারলে আশা করি আমরা অনেক দূর অগ্রসর হতে পারব।

আমাদের শ্রদ্ধেয় বড়ভাই শরীফ মুহাম্মদের পরিচালনায় ইসলাম টাইমস এক বছর অতিবাহিত করছে। একটি পত্রিকার প্রতিষ্ঠাকালীন বছরটি সফলতার সাথে পার করতে পারা অনেক বড় ব্যাপার। সামনের দিনগুলিতেও ইসলাম টাইমসের ব্যাপক প্রচার ও সফলতা কামনা করি।

লেখক: সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডটকম

পূর্ববর্তি সংবাদফারাক্কা বাঁধ খোলার একদিনের মাথায় চাঁপাইনবাবগঞ্জে বন্যা
পরবর্তি সংবাদপাকিস্তানের জমিয়ত নেতা মাওলানা হানীফের শাহাদাত, আলেমদের শোক প্রকাশ