কঙ্গোতে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৮ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে খবর পােওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, রবিবার (২৪ নভেম্বর) কঙ্গোর উত্তরাঞ্চলের গোমা শহরে এই বিমান দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, নর্থ কিভুর গোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি নিখোঁজ হয়ে যায়। এরপর একটি বাড়ির ছাদে বিমানটি আছড়ে পড়ার খবর পায় কর্তৃপক্ষ।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ইতোমধ্যে ধ্বংসাবশেষ থেকে ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে।

বিধ্বস্ত হওয়া বিমানটির নাম ‘দ্য দর্নিয়ার-২২৮’। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানটিতে ১৬ জন যাত্রী ও দুই জন ক্রু ছিলেন।

পূর্ববর্তি সংবাদনতুন সড়ক আইনের কিছু ধারা আগামী জুন পর্যন্ত শিথিল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদসীরাত ও সুন্নাহ : সঠিক অন্বেষণ, সঠিক অনুসরণ