রিক্রুটিং এজেন্সির দায়িত্বে সৌদি আরবে নারীকর্মী প্রেরণ অব্যাহত থাকবে

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে নারীকর্মী প্রেরণ অব্যাহত থাকবে। তবে নারীকর্মীরা যতদিন সেখানে কর্মরত থাকবেন ততদিন তার দায়িত্ব সৌদি আরব ও বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির।

আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবে অনুষ্ঠিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির বৈঠকের আলোচনার বিস্তারিত তুলে ধরে এসব জানান প্রবাসী সচিব সেলিম রেজা।

অন্যদিকে সৌদি রিক্রুটিং এজেন্সিগুলো যাতে বাংলাদেশ দূতাবাসের কাছে দায়বদ্ধ থাকে, সে ব্যাপারে একটি নির্দেশনা জারি করা হবে বলে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কারিগরি কমিটির সভায় এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।

গত ২৭ নভেম্বর সৌদি আরবের রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে তৃতীয় জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা এবং সৌদির পক্ষে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্টেন্ট মন্ত্রী জাবের আব্দুর রহমান আল মাহমুদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পূর্ববর্তি সংবাদবর্তমানের ছাত্ররাজনীতি নিয়ে যা বললেন সাবেক ছাত্রনেতারা
পরবর্তি সংবাদচার্চের সেবিকা না হয়ে ইসলাম গ্রহণ : অতঃপর ফিলিস্তিনি শিশুদের কুরআনের পাঠদান