এজলাস কক্ষে বিএনপিপন্থি আইনজীবীদের আচরণ নজিরবিহীন: প্রধান বিচারপতি

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আপনারা এজলাস কক্ষে যে আচরণ করেছেন তা নজিরবিহীন। সব কিছুর সীমা থাকা উচিত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি নিয়ে আইনজীবীদের হট্টগোলে সকাল ১০টা ৫ মিনিটে বিচারপতিরা এজলাস কক্ষ থেকে চলে যান। পরে বেলা ১১টা ৪০ মিনিটে এজলাসে এসে অন্য মামলার শুনানি শুরু করলে বিএনপিপন্থী আইনজীবীরা উচ্চস্বরে আওয়াজ তুলতে থাকেন। ফলে এজলাসে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উপরোক্ত মন্তব্য করেন।

তখন আইনজীবী জয়নুল আবেদীন প্রধান বিচারপতিকে বলেন, ‘আমরা এখনও বসে আছি। পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার (৮ ডিসেম্বর) দিন নির্ধারণ করুন।’

জবাবে আদালত বলেন, ‘অর্ডার পাস হয়ে গেছে। এখানে বসে আদালতের পরিবেশ নষ্ট করবেন না।’

জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী গতকাল (বুধবার) কী বলেছেন, তা আপনারা দেখুন।’ জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘কে কী বলেছেন, আমরা তা দেখবো না। আমরা কাগজ না দেখে বিচার করবো না।’

এ পর্যায়ে খালেদা জিয়ার আরেক আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘শেষ একটি কথা বলতে চাই।’

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর কোনও কথা শুনবো না।’

খালেদা জিয়ার আরেক আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন আদালতকে বলেন, ‘হাতজোড় করে বলছি, আগামী রবিবার দিন নির্ধারণের সিদ্ধান্ত নিন।’

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা সবাই (ছয় বিচারপতি) মিলে সিদ্ধান্ত নিয়েছি, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শুনবো।’

এরপরও বিএনপি সমর্থিত আইনজীবীরা এজলাসে নিজেদের অবস্থান অব্যাহত রাখেন।

 

পূর্ববর্তি সংবাদআটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে নারী ও শিশুসহ ৫৮ জনের মৃত্যু
পরবর্তি সংবাদএ যুগের সিরাত রচনা-৪ : আস সিরাতুন নাবাবিয়্যাহ, নবীয়ে রহমত