শিডিউল বিপর্যয় ও টিকিট কালোবাজারি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি : রেলমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: শিডিউল বিপর্যয় ও টিকিট কালোবাজারি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এটা সত্য, আমরা যাত্রীদের পরিপূর্ণ সেবা দিতে পারছি না। তবে দেশের মানুষের চাহিদা অনুযায়ী রেলের সেবা যেন উত্তরোত্তর বাড়াতে পারি, সেজন্য রেলসেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। এই সেবা সপ্তাহের অন্যতম উদ্দেশ্য, যাত্রীদের সচেতন করা।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উন্নত বিশ্বের রেলসেবার কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশের রেলসেবার মানকে যখন আমাদের দেশের রেলসেবার মানের সঙ্গে তুলনা করি, তখন বুঝতে পারি আমরা কতটা দুর্বল অবস্থায় আছি। এ অবস্থা কাটিয়ে রেলকে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হবে।

মন্ত্রী বলেন, এই সমস্যা সমাধানে আমরা বেশ কিছু প্রকল্প নিয়েছি। তাছাড়া উত্তরবঙ্গে যেখানে ২৩টি ট্রেন যাওয়ার কথা সিঙ্গেল লাইনে, সেখানে ৪২টি যাচ্ছে। ফলে ট্রাফিক সিগন্যালে পড়তে হচ্ছে।

পূর্ববর্তি সংবাদএ যুগের সিরাত রচনা-৪ : আস সিরাতুন নাবাবিয়্যাহ, নবীয়ে রহমত
পরবর্তি সংবাদযমুনা টিভির দুঃখ প্রকাশ : স্বাগত জানাল খেলাফত মজলিস