বিক্ষোভে উত্তাল ভারতে সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসির প্রতিবাদে চলমান বিক্ষোভের কারণে দেশটিতে আসন্ন সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিক্ষোভে উত্তাল আসামের গুয়াহাটিতেই জাপানের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর অনিশ্চিত বলে জানিয়েছে জাপানি সংবাদ সংস্থা জিজি প্রেস। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, তাদের কাছে এই সংক্রান্ত কোনো খবর নেই।

১৫ ডিসেম্বর রোববার থেকে তিন দিনের ভারত সফরে আসার কথা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। গত সপ্তাহেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার ঘোষণা করেন, আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারত সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের কর্মসূচিও ঘোষণা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। যদিও তখন বৈঠকের স্থান নির্দিষ্ট করে জানানো হয়নি মন্ত্রণালয়ের তরফে।

তবে পররাষ্ট্রমন্ত্রনাল সূত্রে খবর, সেই বৈঠকের প্রস্তুতি চলছিল গুয়াহাটিতে। কিন্তু তার আগেই জিজি প্রেস দাবি করেছে, জাপানের প্রধানমন্ত্রী তার সফর বাতিলের কথা ভাবনাচিন্তা করছেন। যদিও শিনজো আবে ইতিমধ্যেই সফর বাতিল করে দিয়েছেন এমন খবর দেয়নি জিজি প্রেস।
পূর্ববর্তি সংবাদভারত থেকে বাংলাদেশে দলে দলে ঢুকে পড়ছে মানুষ (ভিডিও)
পরবর্তি সংবাদএ যুগের সীরাত রচনা-৫ : মিন মায়িনিশ শামায়িল, মিন মায়িনিস সিরাহ…