দোহার থানা উলামা পরিষদের উদ্যোগে সীরাতুন্নবী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকার দোহার থানা উলামা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সীরাতুন্নবী শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল।

আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল দোহার থানার লটাখোলা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এ সীরাত সেমিনার।

সেমিনারে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের পীর সাহেব আল্লামা আবদুল হামিদ।

৯ টা থেকে শুরু হওয়া সীরাত সেমিনারে আলোচনা করেন মাওলানা হাসান জামিল, মুফতি জাকির হোসাইন, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি মিযানুর রহমান কাসেমী প্রমুখ।

সেমিনারে নবী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, উম্মাহর জন্য আদর্শ হচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবন। তাঁর আদর্শ থেকেই সর্বাবস্থায় উম্মতে শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের প্রতিটি সদস্যকে ঈমান-আমলে দৃঢ়তার পরিচয় দিতে হবে। তাহলেই দুনিয়া-আখেরাতে কামিয়াবী ও নাজাত আসবে।

পূর্ববর্তি সংবাদঢাকা শহরকে দেখতে এখন বিদেশের মতো লাগে : শিল্পমন্ত্রী
পরবর্তি সংবাদআনোয়ার ইব্রাহীম অভিযুক্ত: কোন পথে মালয়েশিয়ার রাজনীতি?