ঢাকা সিটির উত্তর ও দক্ষিণের ভোট ৩০ জানুয়ারি

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

আজ রোববার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

সিইসি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই ২ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

সিইসি কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় দুই সিটি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সভাসূত্রে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদসৌদিতে গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত, আহত আরও ৩
পরবর্তি সংবাদদাওয়াত ও তাবলীগের মেহনতে ইলম ও যিকিরের গুরুত্ব