হালুয়াঘাট ও দুর্গাপুরে নতুন সীমান্ত পথ নির্মাণের অনুমোদন

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্ত দিয়ে ৫৫৯ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে নতুন সীমান্ত পথ নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় নির্মাণ করা হবে নতুন এ সীমান্ত পথ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে সড়ক ও জনপথ অধিদফতর এ সড়কের প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে। আন্তজেলা সীমান্ত সড়ক নির্মাণের মাধ্যমে সহজ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদস্মার্টফোন থেকে ছবি ও তথ্য গায়েবকারী কিছু অ্যাপের তালিকা
পরবর্তি সংবাদগাম্বিয়ার কাছে কবে শিক্ষা গ্রহণ করবেন প্রভাবশালী মুসলিম রাজা-বাদশারা?