লেবননের শরণার্থী শিবিরে আমেরিকান ডাক্তারের ফ্রি চিকিৎসা সেবা

এনাম হাসান জুনাইদ ।।

শরণার্থী শিবিরে আমার প্রিয় কচিকাঁচারা, আমাকে তোমরা ক্ষমা কর। এ ঠাণ্ডা বরফ সম শীতে তাঁবুর ভেতরে থেকেও তোমরা আমাকে উষ্ণ হাসি উপহার দিয়েছ। আমার হাতপাগুলো যেখানে অবশ হওয়ার উপক্রম সেখানে তোমাদের কচি শরীরগুলো এ ঠাণ্ডা সহ্য কিভাবে করছে। …

এভাবেই লেবাননে উদ্বাস্তু শিবিরে ফ্রি দাঁতের চিকিৎসা দিয়ে নিজের আবেগ প্রকাশ করছিলেন আমেরিকার ডাক্তার উসমান শিবলী।

Image may contain: 6 people, child

উসমান শিবলী তার ফেইসবুকে আরও লেখেন, এভাবে ক্ষমা চেয়েও কী লাভ যদি কার্যকর কোনো উপায়ে তোমাদের সাহায্য করতে না পারি। … কিন্তু বিশ্বাস কর, বিছানায় শুয়ে যখন তোমাদের কথা মনে হয়, তোমরা এমন তাবুঁতে ঘুমাও যেখানে বৃষ্টি হলে পানি পড়ে, তখন অনেক আরামের বিছনায়ও আমি ছটফট করি। আমার ঘুম হয় না।

ড. উসমান শিবলী আমেরিকার বাফেলো ইউনিভার্সিটির একজন প্রফেসর। সিরিয়ার উদ্বাস্তু শিশুদের দাঁতের চিকিৎসার জন্যে (২৭ ডিসেম্বর ২০১৯) তিনি এক সপ্তাহের জন্যে পাড়ি জমিয়েছেন সুদূর লেবাননে। লেবাননে রাজনৈতিক অবস্থা তেমন সুবিধাজনক। দেশে বিরাজমান অস্থিরতার কথা তার সহকর্মীরা অনেকে তাকে নিরুৎসাহিত করেছেন সেখানে যাওয়ার জন্যে।

Image may contain: 4 people, outdoor

কিন্তু ড. উসমানের পরিস্কার জবাব, ‘দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্যে কি মানুষের প্রয়োজন বন্ধ থাকে। তাদের তো এখনও সাহায্য প্রয়োজন।’

শরণার্থীদের চিকিৎসার জন্যে বিদেশ গমন এটা তার প্রথম নয়। আগের বার তিনি যখন চিকিৎসার জন্যে এসেছিলেন, এক সিরিয়ান শিশু তাকে বলেছিল, ‘ দেখুন তো, মেশিন গান দিয়ে তারা আমার দাঁত ভেঙ্গে দিয়েছে। এখন আমার খুব ব্যথা।’

আমেরিকায় স্বেচ্ছাসেবী সফরসঙ্গী হিসাবে তিনি কাউকে পাননি। শেষমেশ ২০ জন লেবানিজ ডাক্তারদের একটি দলকে তিনি রাজি করাতে পেরেছেন যারা তার সঙ্গে এক সপ্তাহ কাজ করবেন।

 

 

 

পূর্ববর্তি সংবাদমেক্সিকোর কেন্দ্রীয় কারাগারে দাঙ্গা, নিহত ১৬
পরবর্তি সংবাদজার্মানিতে থার্টি ফাস্টের ফানুস থেকে চিড়িয়াখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩০প্রাণী