ইজতেমাকে এস্তেমা বা ইস্তেমা বলা কতটুকু শুদ্ধ ?

প্রশ্ন: ইজতেমাকে এস্তেমা বা ইস্তেমা বলা কতটুকু শুদ্ধ ?

উত্তর: ইজতেমা। এটি আরবী اجتماع  শব্দের বাংলা উচ্চারণ। অনেক মানুষকে দেখা যায় তারা ইজতেমা-কে এস্তেমা বা ইস্তেমা উচ্চারণ করেন বা লেখেন। এটি ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হল, ইজতেমা বা ইজতিমা। ইজতেমা অর্থ সমবেত হওয়া। আর ইস্তেমা অর্থ হল, মনোযোগ সহকারে শোনা।

পূর্ববর্তি সংবাদভাষাসৈনিক অ্যাডভোকেট আহমেদ আলীর ইন্তেকাল
পরবর্তি সংবাদপাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৫