পাকিস্তান ভ্রমণ করতে এসে ইসলাম গ্রহণ করেছেন কানাডার জনপ্রিয় মডেল রোজি গ্যাব্রিয়েল

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তান ভ্রমণ করতে এসে ইসলাম গ্রহণ করেছেন কানাডার জনপ্রিয় মডেল রোজি গ্যাব্রিয়েল।  গত ১০ জানুয়ারি শুক্রবার ভ্রমণে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার ইসলামগ্রহণের কথা জানান।

তিনি বলেন, ‘এখন আমি মুসলিম। কালিমা শাহাদতের মাধ্যমে আমি আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করলাম। এর মাধ্যমে মূলত একত্ববাদ, সংযোগ এবং শান্তির পথে জীবন কাটানোর শপথ নিয়েছি।’

কেন েইসলাম গ্রহণ করেছেন এর ব্যাখ্যা দিয়ে ওই পোস্টে কানাডীয় মডেল লিখেন, ‘২০১৯ সাল ছিল আমার জীবনের অন্যতম কঠিনতম সময়। অল্প বয়স থেকেই সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি নিয়ে ভাবতাম। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক অনুভব করতাম। কিন্তু আমার পথ কঠিন ছিল। কষ্ট পেলে ক্ষোভ থেকে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন তিনি আমাকে কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি সবকিছুই নির্ধারিত, এমনকি আমার কষ্টগুলো আসলে তার দেয়া উপহার।’

তিনি আরও বলেন, ‘চার বছর আগে ধর্ম বিষয়ে এই আগ্রহ আমি হারিয়ে ফেলেছিলাম। আমি তখন আমার পূর্বের ধর্মের সমালোচনা করতে থাকি। তবে একপর্যায়ে আমি আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করলাম। এভাবেই ইসলামের দিকে আমার যাত্রা শুরু হয়। সৃষ্টিকর্তাই আমাকে পাকিস্তানে নিয়ে এসেছেন। আমার সেসব বেদনা ও অহংকার দূর করে দিয়েছেন এবং আমাকে সত্যের পথ দেখিয়েছেন।’

রোজি বলেন, ‘তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, বিশ্বজুড়ে ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। ইসলামের আসল অর্থ শান্তি, ভালোবাসা এবং একত্ববাদ। এটা শুধু ধর্ম নয়, একটি জীবন বিধানও।’

 

 

পূর্ববর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে সরকারকে সমর্থনের শর্তে ভারতে ফেরার প্রস্তাব পেয়েছিলেন জাকির নায়েক
পরবর্তি সংবাদশৈত্যপ্রবাহ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর