ট্রাম্পের ফারসি টুইট, আন্দোলনকারীদের হত্যা করো না

ইসলাম টাইমস ডেস্ক : তেহরানে ইউক্রেনের বিমান ভুল করে ভূপাতিত করার বিষয়টি স্বীকার করে নেয়ার পর ইরানে শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইরানি শাসকের পদত্যাগ দাবিতে স্লোগান দিয়েছেন। এদিকে টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ‘হত্যা না করতে’ আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার  ফারসি ভাষায় টুইটারে তিনি লিখেছেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরামর্শ দিয়েছেন যে নিষেধাজ্ঞা ও ইরানের চলমান বিক্ষোভ ইরানকে ‘দমবন্ধ’ অবস্থা ফেলেছে, তারা এতে আলোচনায় বসতে বাধ্য হবে। কিন্তু তাতে আমার কিছুই আসে যায় না। আলোচনায় বসার বিষয়টি ইরানের উপর নির্ভর করছে, কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এবং ‘বিক্ষোভকারীদের হত্যা করো না’।

৮ জানুয়ারি ভোরে ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টার মাথায় তেহরানে বিমান বিধ্বস্ত হয় এবং এতে ১৭৬ জন প্রাণ হারান। যাদের বেশিরভাগই ইরান ও কানাডার নাগরিক। প্রথমে অস্বীকার করলেও ভুল করে বিমান ভূপাতিত করার বিষয়টি স্বীকার করে ইরান।

পূর্ববর্তি সংবাদআজও কনকনে শীত
পরবর্তি সংবাদসুন্দরবনে কাদিয়ানীদের ‘কুরআন প্রদর্শনী’, যা বললেন বিশেষজ্ঞ আলেমগণ