পূজা উপলক্ষে সিটি নির্বাচনের সময় পরিবর্তনের দাবি : কিছু ঢাবি শিক্ষার্থীর বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক : পূজা উপলক্ষে ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনের সময় পরিবর্তন করার জন্য বিকেলে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিক্ষোভ করছে।

গতকাল মঙ্গলবার শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এতে একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আসন্ন ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন এবং সরস্বতী পূজা। সরস্বতী পূজার দিনে নির্বাচন তাই নির্বাচন পেছানোর দাবি করেছে শিক্ষার্থীরা।

এর আগে সরস্বতী পূজার জন্য নির্বাচন পেছানোর বিষয় নিয়ে হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। গতকাল মঙ্গলবার রিটটি খারিজ করে দেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ।

আদালত বলেছেন, ঢাকার দুই সিটির নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে, ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই। তাই নির্বাচন পেছানোর জন্য যে রিট করা হয়েছে, খারিজ করা হলো।

পূর্ববর্তি সংবাদদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদশাহজালালে বিমান ওঠানামা আজও বন্ধ