বরফে পা পিছলে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়ল ভারতীয় সেনা

ইসলাম টাইমস ডেস্ক: প্রচণ্ড তুষারপাতের কারণে পড়া বরফে পা পিছলে পাকিস্তান সীমান্তে চলে গেছেন এক ভারতীয় সেনা। এ ঘটনায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বরফে পা পিছলে পাকিস্তানে চলে যাওয়া ওই ভারতীয় সেনার নাম রাজেন্দ্র নেগি। তিনি একজন হাবিলদার। জম্মু ও কাশ্মীরের গুলমার্গ এলাকায় কর্তব্যরত ছিলেন তিনি।

গত ৮ জানুয়ারি এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনা সূত্র। এ বিষয়ে ইন্ডিয়া টুডে কে রাজেন্দ্র নেগির স্ত্রী রাজেশ্বরী জানান, স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। সীমান্তে ডিউটিতে আছেন এটাই জানতাম। বুধবার হঠাৎই আামকে ফোন করে প্রশাসন থেকে জানানো হয়, আমার স্বামী নিখোঁজ রয়েছেন। এর কিছুক্ষণ পর আবার তারা জানায়, বরফে পিছলে দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে চলে গেছেন।

রাজেশ্বরী বলেন, আমি খুবই দুশ্চিন্তায় আছি। স্বামীকে অক্ষত ফেরত পাব কিনা সে নিশ্চয়তা দিচ্ছে না কেউ। পাকিস্তান থেকে আমার স্বামীকে দ্রুত ফেরত আনার জন্য ভারতীয় সরকারকে আহ্বান জানাই।

পূর্ববর্তি সংবাদওরসের নামে মাদকদ্রব্য সেবন, বগুড়ায় গ্রেপ্তার ২০
পরবর্তি সংবাদবিপাকে পড়ে বাংলাদেশকে পেঁয়াজ কেনার প্রস্তাব ভারতের, বিবেচনা করবেন জানালেন বাণিজ্যমন্ত্রী